What are Accelerometer, gyro, proximity, compass, barometer etc. sensors / কোন সেন্সরের কাজ কি?


Accelerometer (AKA G-sensor) is a type of sensor
which can detect the orientation or the motion
and acceleration in the phone. It can be 2D or,
3D; while 3D works more precisely. A 3D
accelerometer can detect & measure acceleration
in 3 directions. When someone holds the phone
horizontally, it helps to change the orientation of
the display. It helps while browsing in the web or
watching photos and videos etc by automatically
rotating the screen. It can also detect motions
and can work as a pedometer or play motion
sensor games. It works better until you are in a
less/complicated gravity area (like in space,
aeroplanes or in a down going lift)!

 
এক্সিলারোমিটার বা জি-
সেন্সর হচ্ছে এক ধরনের সেন্সর যা
(ডিভাইসটি) কোন দিকে মুখ করা
অথবা, গতি এবং ত্বরণ সনাক্ত করতে
পারে। এটি ২ডি অথবা ৩ডি হতে
পারে; যেখানে, ৩ডি অধিক
নির্ভুলতার সাথে কাজ করে। একটি
৩ডি এক্সিলারোমিটার ৩ দিকে ত্বরণ
সনাক্ত করতে এবং মান নির্ণয় করতে
পারে। যখন কেউ তার ফোন আনুভুমিক
(আড়াআড়ি)ভাবে ধরে তখন এটি এর
ডিসপ্লের দিক পরিবর্তন করে। ফলে,
এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রীন ঘুরিয়ে
দিয়ে নেট ব্রাউস করতে কিংবা ছবি/
ভিডিও দেখতে সাহায্য করে। এটা
গতি সনাক্ত করতে পারে এবং
পাদক্ষেপগণনাযন্ত্র হিসেবে ব্যবহৃত
হতে পারে এবং মোশন সেন্সর গেম
খেলতে সাহায্য করে।


Gyro (Gyroscope Sensor/ 3-Axis Gyro) Sensor is
used for reading angular momentum. Though
most of the cases the usage of Gyro and
Accelerometer in a phone are similar, their
working process is quite different. It doesn’t
depend on the gravity. It helps to detect rotation,
play games etc. It can detect the rotation directly
but, can’t find the acceleration in the particular
direction.


গাইরোস্কোপ সেন্সর বা থ্রি-এক্সিস
গাইরো সেন্সর কৌণিক ভরবেগ বের
করে। যদিও, বেশিরভাগ ক্ষেত্রে
ফোনে গাইরো এবং
এক্সিলারোমিটার এর ব্যবহার
কাছাকাছি, এদের কার্যপ্রণালী সম্পূর্ণ
ভিন্ন। এটা অভিকর্ষের উপর নির্ভর করে
না। এটি ঘূর্ণন সনাক্ত করতে পারে এবং
গেম খেলতে সাহায্য করে। ঘূর্ণন
সনাক্ত করতে পারলেও এটি নির্দিষ্ট
দিকে ত্বরণ সনাক্ত করতে পারে না।


Proximity Sensor helps to sense nearby object. It
turns off the display while talking in the phone
holding the phone near to the ear to prevent
unwanted touch. Generally found in touchscreen
phones.


প্রক্সিমিটি সেন্সর কাছের বস্তুর
উপস্থিতি অনুভব করতে সাহায্য করে।
ফোন কানে নিয়ে কথা বলার সময় এটি
ডিসপ্লে কে বন্ধ করে দিয়ে স্ক্রীনে
অনাকাঙ্ক্ষিত টাচ থেকে হেফাজত
করে। এটা সাধারণত টাচস্ক্রীন ফোনে
পাওয়া যায়।


Compass is used to detect the earth’s magnetic
field to find the North-South-East-West direction
from your position.


কম্পাস পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সনাক্ত
করতে পারে যা দ্বারা এটি আপনার
স্থান থেকে উত্তর-দক্ষিন-পূর্ব-পশ্চিম
দিক খুজে বের করতে পারে।


Barometer is used to measure the environmental
pressure. In smartphones, this technology helps
to update weather information dynamically and
help GPS to locate the altitude level.


ব্যারোমিটার পরিবেশের চাপ মাপার
জন্য ব্যবহৃত হয়। স্মার্টফোনে, এই প্রযুক্তি
পরিবর্তনশীল আবহাওয়ার তথ্য আপডেট
এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতর স্তরের
অবস্থান খুজে পেতে জিপিএসকে
সহায়তা করে।


Temperature sensor is used to determine the
environmental temperature and Humidity sensor
to determine the current humidity of the
surrounding. These sensors help to make weather
forecast more precise.


টেম্পারেচার সেন্সর পরিবেশের
তাপমাত্রা পরিমাপ করতে এবং
হিউমিডিটি সেন্সর পারিপার্শ্বিক
আর্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয়। এই
সেন্সরগুলো নির্ভুল আবহাওয়ার
পূর্বাভাস দিতে সাহায্য করে।


Gesture sensor helps to control your phone by
gesture without touching it. It can detect waving
hands, arms, eyes faces or head in front of the
phone.


জেসচার সেন্সর ফোনকে স্পর্শ না করে
নিয়ন্ত্রন করতে সাহায্য করে। এটি
হাত, বাহু, চোখ, মুখমন্ডল ও মাথার
ইশারা সনাক্ত করতে পারে।


Ambient Light Sensor helps to adjust the display
brightness according to the surrounding. Like,
when you are under bright sunlight. You need a
brighter display to see clearly. Then the phone
will automatically increase the brightness. Again,
you are sitting in a dark place. Screen doesn’t
need to be brighter this time. It will now decrease
brightness to save energy.


অ্যাম্বিয়্যন্ট লাইট সেন্সর আশপাশের
পরিবেশের সাথে ডিসপ্লে এর
উজ্জ্বলতা সমন্বয় করতে পারে। যেমন,
আপনি যদি, উজ্জ্বল সূর্যালোকের নিচে
থাকেন স্ক্রীনে পরিষ্কার ভাবে
দেখার জন্য আপনার দরকার হবে অধিক
উজ্জ্বল ডিসপ্লে। আপনার ফোন তখন
স্বয়ংক্রিয় ভাবে এর ডিসপ্লে এর
উজ্জ্বলতা বৃদ্ধি করবে। আবার, আপনি
যখন অন্ধকার ঘরে থাকবেন, এখন আর
আগের মত ডিসপ্লের উজ্জ্বলতা আপনার
প্রয়োজন নেই। এবার আপনার ডিসপ্লে
স্বয়ংক্রিয় ভাবে এর উজ্জ্বলতা কমিয়ে
ফেলবে যেন, চার্জ কম খরচ হয়


copy.................